GRE সম্পর্কে ৩ টা স্পষ্ট ধারণা

GRE পরীক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। আপনাকে শুধু ৩ টা জিনিস জানতে হবে:


1. Question Pattern and Curriculum

2. Time Management

3. Score Analysis


এই জিনিস গুলো আমি আসতে আসতে আমাদের  Conquer The GRE গ্রুপে গাইড করে যাবো। 



এছাড়া পরীক্ষা কি খুবই কঠিন? 

পরীক্ষাটি দিতে কি রকেট সায়েন্স জানতে হবে? 

পরীক্ষায় খারাপ করলে কি জীবন আটকে যাবে?


এই সকল প্রশ্ন শুধুমাত্র আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করে এবং আপনাকে কোনো কারণ ছাড়াই ভয়ভীতি ঢুকানোর চেষ্টা করে। তাই আমরা এত কিছু না ভেবে আমরা আপনাদেরকে এমন ভাবে মূল পয়েন্টে আনার চেষ্টা করবো যাতে আপনি GRE এর ব্যাপারে বেসিক ক্লিয়ার করে নিতে পারবেন। 


তাই প্রতিদিন পোস্টের মাধ্যমেই সবকিছু গুছিয়ে বলার চেষ্টা করে যাবো এবং আপনারা আমার পেইজটি Following দিয়ে আমাকে যারা GRE তে ভালো স্কোর করতে চায় সবার কাছে পৌছে দিতে এবং সবার GRE Conquer করতে সাহায্য করবেন। 


#ConquerTheGRE

#GRE

#Bangladesh

#studyabroad

Comments